হল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

হল দখলকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো হয়েছেন আরো অন্তত ২০ জন। 

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও রংপুরের কিশোরগঞ্জ গ্রামের মিল্টন এবং বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও দিনাজপুর সদর উপজেলার বড় গুড়গোলা এলাকার জাকারিয়া।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান জেলা পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়েল ও সাধারণ সম্পাদক অরুণের সমর্থকদের সাথে ছাত্রলীগের রজ্জবের সমর্থকরা শেখ রাসেল হলের দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ওই এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। 

এদিকে হতাহতদের দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।