জয়পুরহাটে ডাকাতি, দুই পুলিশ সদস্য আহত

Looks like you've blocked notifications!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্থানীয় মোবারক হোসেনের বাড়িতে ঢুকে দুই লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও একটি একনলা বন্দুক লুট করে নিয়ে যায়। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় ডাকাতির এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ডাকাতদের ধরতে গিয়ে ডাকাতের হামলায় ইসমাইল হোসেন ও আবদুল আজিজ নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, গত রাত আড়াইটার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জনের ডাকাতদল বাগজানা গ্রামের মোবারক হোসেনের বাড়িতে ঢুকে লোকজনকে জিম্মি করে। তারা গৃহকর্তার একটি একনলা বন্দুক, দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন পাঁচবিবি  থানায় খবর দেয়।
 
ডাকাতির কথা জানতে পেরে পুলিশ ওই বাড়িতে গেলে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ডাকাতদের লাঠির আঘাতে ইসমাইল হোসেন ও আবদুল আজিজ নামে দুই পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।