গ্রেপ্তারের ৪ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

গ্রেপ্তারের চার ঘণ্টা পর নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজান কাজী (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজানের বাড়ি নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে। তিনি একাধিক ডাকাতির মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মিজানকে শনিবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিজানকে গোপালগঞ্জ থেকে নড়াগাতিতে আনার পথে পহরডাঙ্গা বালুমাঠ এলাকায় সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা আক্রমণ করলে বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। এ সময় একটি শাটারগান, চারটি গুলি ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মিজানের নামে নড়াগাতি থানায় ছয়টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা ও গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।