বরিশালে পুরোহিতকে ফোনে হত্যার হুমকি
বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকার জগন্নাথ মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্যকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন পুরোহিত।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে হুমকিদাতাকে শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার পর উপজেলার প্রতিটি মন্দিরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।