সুন্দরবনে গেওয়া কাঠসহ গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
সুন্দরবনের গাজীর খালের ভিতর থেকে নৌকাভর্তি চোরাই কাঠ পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি

নৌকাভর্তি চোরাই কাঠ পাচারকালে সুন্দরবনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন সদস্যরা আজ রোববার সকালে এসব কাঠ আটক করেন।   

স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় জানান, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির পাশে গাজীর খালের ভিতর থেকে চোরাই কাঠসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসব কাঠ পাচার করা হচ্ছিল।

এঁরা হলেন শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালীনি ইউনিয়নের আবাদচণ্ডীপুর গ্রামের ফারুক হোসেন (৩০), আমিনুর রহমান (৪৫) ও মজিদ গাজী (৫২)।

শ্যামাপ্রসাদ রায় আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ৫০ ঘনফুট গেওয়া কাঠ ভর্তি নৌকা উদ্ধার করা হয়। তিনজনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।