জঙ্গি হামলার প্রতিবাদে রাজবাড়ীতে নানা কর্মসূচি
সারা দেশে জঙ্গি হামলা, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে মানবন্ধন সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে অ্যাডভোকেট উজির আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কাজী এরাদত আলী, জেলা বার এর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, ফকির আব্দুল জব্বার, শফিকুল ইসলাম সফি, সোহরাফ হোসেন, ওহিদুজ্জামান ওহিদ, অ্যাডভোকেট জহুরুল হক, সুফিয়া খান রেখা, উমা সেন, অ্যাভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, তানিয়া চৌধুরী কংকন, রকিবুল ইসলাম পিন্টু, আবুল সিকদার প্রমুখ। সমাবেশ শেষে কাজী এরাদত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।