ফের রিমান্ডে রিজভী

Looks like you've blocked notifications!
যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নতুন করে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এম রেজাউল করিম রিমান্ড মঞ্জুর করেন। ছবি : ফোকাস বাংলা নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নতুন করে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এম রেজাউল করিম রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় গ্লোরি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে আজ রিজভীকে আদালতে হাজির করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। তিনি এ মামলায় রিজভীকে আরো ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গত ২৩ জানুয়ারি ঢাকা-নারায়ণগঞ্জ রোডের কাঠেরপুর এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একজন মারা যান, আহত হন অন্তত ৩০ জন।

২৪ জানুয়ারি এসআই কে এম নুরুজ্জামান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ৬৮ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামে একটি মামলা করেন।

এর পর গত শুক্রবার গভীর রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।