বগুড়ায় যুবদলের মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে বগুড়ায় যুবদল আয়োজিত মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এতে বাধা দেয় পুলিশ।

পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা যুবদল। ওই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গত ২১ জুলাই, বৃহস্পতিবার অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন। তবে তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়।