আমাদের সহযোগিতায় বাঁচতে পারে আঁখি
সমাজের আর দশটা দুরন্ত শিশুর মতো যখন সকালে ইউনিফর্ম পরে, ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা; ঠিক সে সময়েই তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্লাড ক্যানসার।
বলছিলাম তাসলিমা আক্তার আঁখির (১১) কথা। সে পড়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সেন্ট্রাল প্রেস স্টাফ কোয়ার্টারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে। এ বছর তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেওয়ার কথা। দুরারোগ্য ব্যাধির কারণে সেই সুযোগ মিলবে কি না, তা নির্ভর করছে আমাদের সবার সহযোগিতার ওপর। পড়ার টেবিল থেকে আঁখির ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। সে হাসপাতালের চিকিৎসক ড. এম এ খানের অধীনে চিকিৎসাধীন।
আঁখিদের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার শিবপুরে। তারা পাঁচ বোন। বড় বোনের বিয়ে হয়েছে। সে সবার ছোট। অন্য বোনেরাও পড়াশোনা করে। কিন্তু তার অসুস্থতায় অন্য বোনদেরও পড়াশোনা থেমে গেছে। বাবা বেলাল হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল ফায়ার সার্ভিস অফিসের পাশে ফুটপাথে সবজি বিক্রি করেন। তাঁর পক্ষে মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। এরই মধ্যে তিনি সহায়-সম্বল যা ছিল, মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন। এমতাবস্থায় মেয়েকে বাঁচাতে দেশ-বিদেশের বিত্তশালী ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন বেলাল হোসেন। আমাদের সবার সহযোগিতায় সুস্থ হয়ে আবারো পড়াশোনা করতে পারে আঁখি।
সাহায্য পাঠাবার ঠিকানা : মোছা. শিল্পী বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ২৩৬৯১০১১১৬৭১০, পূবালী ব্যাংক লিমিটেড, তেজগাঁও শিল্পাঞ্চল শাখা, ঢাকা। বিকাশ নম্বর : ০১৮১৩২৩০৬৮৪