আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গণমাধ্যম ভূমিকা রাখতে সক্ষম
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যম বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম। গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ উদ্যোগ জনপদে শান্তি বয়ে আনতে পারে। এজন্য সঠিকভাবে বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা জরুরি।’
ঝিনাইদহের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি-হেড কোয়ার্টার) এস এম সাহাবুদ্দিন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ব্ক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান (এনটিভি), এম সাইফুল মাবুদ (কালের কণ্ঠ), বিমল কুমার সাহা (দৈনিক ইত্তেফাক), এম রায়হান (একুশে টেলিভিশন), আসিফ ইকবাল কাজল (দৈনিক দিনকাল) প্রমুখ।
এ সময় সাংবাদিকরা জেলাকে মাদকমুক্ত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন ।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
গত শুক্রবার মিজানুর রহমান জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৩ সালে ২২তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন মিজানুর রহমান।