বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ৭৪ সেমি ওপরে

Looks like you've blocked notifications!

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ বুধবার যমুনা নদীর পানি গত দিনের চেয়ে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যেকোনো সময় ঘটতে পরে বড় ধরনের দুর্যোগ। বাঁধ ভেঙে গেলে চন্দনবাইশা ও রহদহ এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়বেন।

পানি বৃদ্ধি পাওয়ায় নষ্ট হয়ে গেছে শত শত একর বীজতলা ও ফসলি জমি। এতে দিনমজুর ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তবে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো ত্রাণসামগ্রী এসব এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন জানান, জেলা পর্যায়ে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই পাঠানো হবে।