কল্যাণপুরের ওই ভবনমালিকের স্ত্রী রিমান্ডে

Looks like you've blocked notifications!

ঢাকার কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’ থাকা ভবন তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা মমতাজকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রণক কুমার ভক্ত এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথবাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।

আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি। নিহতদের পূর্ণ নাম ও ঠিকানা জানতে চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।