চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ চালু

Looks like you've blocked notifications!

এক ঘণ্টার কিছু বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট পথে রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। 

এর আগে ঢাকা থেকে নোয়াখালীগ্রামী উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিকল হয়ে পড়লে এ দুটি পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপকূল এক্সপ্রেস কসবা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় বিকল হয়ে যায়। এর ফলে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ মইনুল হোসেন। 

স্টেশন মাস্টার আরো জানান, এর পর পরই আখাউড়া স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায় এবং ট্রেনটিকে উদ্ধার করে। এর ফলে এক ঘণ্টার কিছু বেশি সময় পর ওই দুটি পথে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।