টেকনাফে সৌদি নাগরিকসহ আটক ৪

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফে গোপন বৈঠকের অভিযোগে আটক চারজনের মধ্যে দুজন। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে সৌদি আরবের এক নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ওই চারজনকে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক হওয়া ওই চার ব্যক্তি গোপন বৈঠক করছিলেন।

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজর আল জাহিদ জানিয়েছেন, শনিবার দুপুর ১টার দিকে গোপন বৈঠকের অভিযোগ পেয়ে ওই চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সৌদি নাগরিকের নাম আহমেদ সালেহ আল গাম্বী।

আটক অন্য তিনজন হচ্ছে ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম, কক্সবাজার ইমাম মুসলিম সেন্টারের পরিচালক হাফেজ সালাউল ইসলাম ও অন্যজন স্থানীয় বাসিন্দা মাওলানা সৈয়দ করিম। আটক সৈয়দ করিমের বাড়ি টেকনাফের শামলাপুরে। ওই বাড়ি থেকেই চারজনকে আটক করা হয়।  

সৌদি নাগরিকের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি। কেন আটক হওয়া ব্যক্তিরা ওই বাড়িতে কী বিষয় নিয়ে বৈঠক করছিলেন তা এখনো জানা যায়নি। তবে উপজেলা প্রশাসন ও পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।