নওগাঁর মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469886435.jpg)
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ করেছে নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা।
আজ শনিবার বেলা ১১টায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে উপাধ্যক্ষ পি এম আদম আলী, প্রভাষক লাল মিয়া, সদর মডেল থানার উপপরিদর্শক মো. সোহেল রানা, অভিভাবক মো. মুনসুর আলী, মো. আবদুল করিম, মো. আইয়ুব আলী, মাদ্রাসার শিক্ষার্থী মো. রুহুল আমিন, মো. মোশাররফ হোসেন, মো. তোফাজ্জল হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ঘৃণিত অপরাধ। সন্ত্রাস ও জঙ্গিবাদকে দূর করার জন্য জিহাদ এসেছে। ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। কখনো বিপথগামী না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ নিয়ে বক্তারা বলেন, সন্তান কী করছে, কাদের সঙ্গে মিশছে তা খেয়াল রাখতে হবে। সবাইকে এক হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে।