ইবিতে ‘কার্যকরী ইংরেজি শিক্ষা’বিষয়ক সেমিনার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কার্যকরী ইংরেজি শিক্ষা’ এবং বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির কুষ্টিয়া শাখা উদ্বোধনবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সেমিনারে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের নিয়ে বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির কুষ্টিয়া শাখার উদ্বোধন ঘোষণা করা হয়।
আমেরিকান সেন্টার মার্কিন দূতাবাস ঢাকার সহায়তায় এবং বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকদের নিয়ে সেমিনারটি হয়।
বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মামুনুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ খান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষকরা কোন কোন পদ্ধতিতে ক্লাস নেবেন, কীভাবে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হলে তারা খুব সহজেই ইংরেজি ভালোভাবে শিখবে। শিক্ষার্থীরা কীভাবে ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে, লিখতে পারে সে বিষয়গুলো নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারের শেষ পর্যায়ে বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতির কুষ্টিয়ার শাখা উদ্বোধন ঘোষণা করা হয়। অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক করে এই শাখার চার সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। আগ্রহী শিক্ষকদের এই শাখার সদস্য করা হয়। সেমিনারে অংশগ্রহণ করা শিক্ষকদের কার্যকরী ইংরেজি শিক্ষাবিষয়ক সার্টিফিকেট দেওয়া হয়।