চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় গৃহবধূ নিহত

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ যান আলমসাধুর ধাক্কায় আহত ফেরদৌসী বেগমকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর ধাক্কায় রহিমা বেগম (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের আরেক নারী আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গার আইন্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, রোববার সকালে আইন্দিপুর গ্রামের পাঁচজন নারী প্রাতর্ভ্রমণে বের হন। এ সময় আসমানখালী বাজার থেকে ভালাইপুর বাজার অভিমুখী একটি আলমসাধু তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথে রহিমা বেগমের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ফেরদৌসী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গার বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।