শিশু হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

 

শিশু আফিফা (৭) হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। আদালত মরিয়মকে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত মরিয়ম বেগম (৪০) জেলার নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। আফিফা (৭) আলমগীর হোসেনের প্রথম স্ত্রীর সন্তার।

এ মামলার সরকারপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল গণমাধ্যমকে রায়ের বিষয়টি জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, আলমগীর তাঁর প্রথম স্ত্রী মারুফা বেগমকে তালাক দিয়ে মরিয়ম বেগমকে বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীর সন্তান আফিফা আলমগীরের কাছেই থাকত।

২০১০ সালের ২৩ জুন মরিয়ম আফিফাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এই ঘটনায় আলমগীর বাদী হয়ে পরের দিন নেছারাবাদ থানায় মরিয়মকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মরিয়মকে গ্রেপ্তার করে।