ব্রহ্মপুত্রের পানিতে শেরপুরে ২৫ গ্রাম প্লাবিত

Looks like you've blocked notifications!
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি

 

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত ইউনিয়নগুলো হচ্ছে কামারের চর, চর পক্ষীমারী, বলাইর চর, বেতমারী-ঘুঘুরাকান্দি ও চর মুচারিয়া।

এদিকে আজ রোববার দুপুর থেকে শেরপুর-জামালপুর সড়কের পোড়াদোকান এলাকায় কজওয়ের ওপর দিয়ে প্রবল স্রোতে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফলে ওই সড়কে ঝুঁকি নিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন, প্রতিমুহূর্তেই বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে।

কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, এ ইউনিয়নের নিম্নাঞ্চল পুরোপুরি প্লাবিত হয়েছে এবং ক্রমেই পানি বৃদ্ধি পাচ্ছে।

এদিকে হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এসব অঞ্চলের বোনা আউশ, সবজির ক্ষেত ও বীজতলা তলিয়ে গেছে।