নোয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন

Looks like you've blocked notifications!
নোয়াখালীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়। ছবি : এনটিভি

 

নোয়াখালীর নয়টি উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালিত হয়।

সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের নেতৃত্বে নোয়াখালী সাংস্কৃতিক জোট, সাংবাদিক, নোয়াখালী বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী, ডেল্টা জুট মিল শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে মানববন্ধন করে। নারী-পুরুষ ও শিশু-কিশোর ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও এ মানববন্ধনে অংশ নেয়।