পঞ্চগড়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবাসহ মারুফ হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আলোকপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার মারুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলোকপাড়া গ্রামে মারুফ হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।