নেত্রকোনায় জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের মানববন্ধন

Looks like you've blocked notifications!
দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আজ সোমবার নেত্রকোনায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি

দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রকোনায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নেত্রকোনা জেলা শহরে নেত্রকোনা সরকারি কলেজ, এন আকন্দ আলিয়া মাদ্রাসা, মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজ, বাগড়া ফাজিল মাদ্রাসা, পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়সহ জেলার ১০ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, বাগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধীচক্রের বিধ্বংসী কর্মকাণ্ড প্রতিহত ও প্রতিরোধ করার আহ্বান জানান।