সিরাজগঞ্জে বানভাসি মানুষের পাশে ডব্লিউজিবি

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে বন্যার্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন ডব্লিউজিবির সদস্যরা। ছবি : এনটিভি

উত্তরবঙ্গের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্কস ফর গ্রিন বাংলাদেশ (ডব্লিউজিবি)। 

গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলার স্থানীয় এনজিও ডিডিএফের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত একশর বেশি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে ডব্লিউজিবি। 

সংগঠনটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন রাশেদ, সবুজ, এস এম জি ধীমান, হৃদয় ও ফাহিম। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় বড় পিয়ারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, ডিডিএফের কর্মকর্তা কাজী সোহেল ও তাঁর সহযোগীরা উপস্থিত ছিলেন।

ত্রাণের খবর পেয়ে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন বানভাসি মানুষ। 

ফসলের জমি, ঘরবাড়ি বানের জলে হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর সদস্যদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেয় ডব্লিউজিবি।

বড় পিয়ারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডব্লিউজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।