রাজশাহীতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজশাহী মহানগরীতে বাসচাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসচালক ভুট্টু শেখকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সাথী পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বিকেলে রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। এ সময় বাসটি ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। বাসচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।