ঘোষণার এক বছর পর পঞ্চগড়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
ঘোষণার এক বছর পর পঞ্চগড় জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের ১৫৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
এর আগে ২০১৫ সালের ২২ জুলাই আকতারুজ্জামান আকতারকে সভাপতি, মাসুদ রানা বাবুকে সহসভাপতি ও মারুফ রায়হানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার বলেন, ‘এক বছর পরে হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। এই শোকের মাসে নতুন কমিটিকে নিয়ে শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ থেকে জঙ্গিবাদকে বিতাড়িত করতে চাই।’