আশুলিয়ায় হৃদরোগে ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের মৃত্যু হয়।
আমজাদ হোসেন সরকার স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তাঁর বাবার নাম আলম মিয়া। বাড়ি আশুলিয়ার কাঠগড়া এলাকায়।
পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে আমজাদ হোসেন সরকার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
ইউপি সদস্য আমজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। তাঁরা এক শোকবার্তায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।