নেত্রকোনায় অত্যাধুনিক মিলনায়তনের দাবি সংস্কৃতিকর্মীদের

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক মিলনায়তন নির্মাণের দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা। ছবি : এনটিভি

নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক মিলনায়তন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা।

আজ বুধবার সকালে নেত্রকোনা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা স্ব স্ব ব্যানার নিয়ে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠন শিকড়ের সভাপতি আ ক ম রফিকুল ইসলাম আপেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রতন, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, এ টি এম আবদুর রাজ্জাক, নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্পাদক নিলম বিশ্বাস রাতুল প্রমুখ।

এ সময় শহীদ মিনারের সামনে গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।

এ সময় বক্তারা বলেন, জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। সেখানে একটি অত্যাধুনিক মিলনায়তন তৈরি করা জরুরি। ভালো মিলনায়তনের অভাবে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

মানববন্ধন শেষে সংস্কৃতিকর্মীরা এই দাবিতে জেলা প্রশাসককের মাধ্যমে সংস্কৃতিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।