২ ভুয়া অতিরিক্ত সচিবকে ১৫ দিন কারাদণ্ড

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড কক্ষে আজ বুধবার বিকেলে দুই ভুয়া অতিরিক্ত সচিবকে আটক করেন কর্মচারীরা। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন রাজধানীর মিরপুরের সেনপাড়ার বাসিন্দা মো. জামিনুল (২৭) ও লালবাগ থানাধীন পোস্তা এলাকার মো. আলাউদ্দিন (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান জানান, বিকেল ৪টার দিকে জামিনুল ও আলাউদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড কক্ষে গিয়ে নিজেদের অতিরিক্ত সচিব পরিচয় দেন। এ সময় তারা ভিজিটিং কার্ড দেখান। সন্দেহ হলে দুজনকে আটক করা হয়। পরে ভুয়া অতিরিক্ত সচিব পরিচয় দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।