চট্টগ্রাম বন্দরে ১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাচার-প্রতিরোধ সেলের সদস্যরা এফবি রাজীব নামে একটি মাছ ধরার ট্রলার আটক করেন। এর আগে অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারের আরোহীরা সাগরে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে জালের ভেতর লুকিয়ে রাখা ১৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য ৮২ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় নৌবাহিনী।
নৌবাহিনীর কমান্ডার এস এম আতিকুর রহমান জানান, এ পর্যন্ত আটক করা ইয়াবা চালানের মধ্যে এটি সবচেয়ে বড়। মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে সমুদ্রপথে চালানটি চট্টগ্রামে আসছিল।
আতিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর দুই লাখ ২০ হাজার পিস, চলতি বছর ১৪ জানুয়ারি এক লাখ ৪০ হাজার পিস, ৩১ জানুয়ারি ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে নৌবাহিনী।