আদিবাসীদের অস্তিত্ব হুমকির মুখে : সন্তু লারমা

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা বক্তব্য দেন। ছবি : এনটিভি

মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল ও নির্যাতনের কারণে আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।

আজ শনিবার সকালে ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এই অভিযোগ করেন।

সন্তু লারমা বলেন, ‘পাহাড়ে মেডিকেল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ রাজনৈতিক। বাংলাদেশ আদিবাসী ফোরাম জোর দিয়ে বলতে চায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হাজার হাজার আদিবাসী মানুষের জীবনে এ কথার কোনো প্রতিফলন নেই, এর সত্যতা নেই। মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল ও নির্যাতনের কারণে আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে।’

সন্তু লারমা আরো অভিযোগ করে বলেন, ‘সরকারের অসহযোগিতার কারণেই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।’