ঢাবির তিন অধ্যাপক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপদেষ্টা পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে রাখা হয়েছে।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটিতে তাঁদের নামও ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া তিন অধ্যাপক হলেন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. শাহিদা রফিক ও অধ্যাপক সুকোমল বড়ুয়া। এঁদের মধ্যে তাজমেরী এস এ ইসলাম ও শাহিদা রফিক এরই মধ্যে অবসরে গেছেন। আর সুকোমল বড়ুয়া এখনো শিক্ষকতা করছেন।
দুই নতুন মুখ যুক্ত করে স্থায়ী কমিটির ১৭ সদস্যসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আজ ঘোষণা করে বিএনপি। নির্বাহী কমিটির আকার বাড়িয়ে করা হয়েছে ৫০২ সদস্যের। কমিটিতে ৩৫ সদস্যের ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া এবার আকার দ্বিগুণ করে ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।