পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে হরতালের ডাক

Looks like you've blocked notifications!
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন-২০১৬) আইন বাতিলের দাবিতে বান্দরবানে বাঙালি সংগঠনগুলোর মানববন্ধন। ছবি : এনটিভি

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বাঙালিদের কয়েকটি সংগঠন।

আজ রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঙালিদের পাঁচটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে সংশোধনী বাতিলের দাবিতে ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, জাগো পার্বত্যবাসী ও পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত বাঙালি অংশ নেন।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি আতিকুর রহমান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরান ফারুক, সমঅধিকার আন্দোলন পরিষদের নেতা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ইয়াছিনসহ সংগঠনের নেতারা।

সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি আতিকুর রহমান বলেন, মন্ত্রিসভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল করতে হবে। এই সংশোধনীর কারণে পার্বত্যঞ্চলে বাঙালিরা ভূমির অধিকার হারাবে এবং এ অঞ্চলে রক্তপাত, সংঘর্ষ আরো বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।