গাজীপুরে ট্রেনে আগুন, পালানোর সময় যুবক আটক

জয়দেবপুর রেলস্টেশনে পেট্রলবোমা হামলা চালিয়ে পালানোর সময় আটক মমিন।
গাজীপুরের জয়দেবপুর রেলজংশনে তুরাগ কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে আগুন ধরিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছেন রেলস্টেশনের কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুই দুর্বৃত্ত ট্রেনের একটি বগির দুটি সিটে আগুন ধরিয়ে দেয়।
আগুন ধরিয়ে ট্রেন থেকে দ্রুত নেমে পালানোর সময় মমিন নামের এক যুবককে আটক করা হয়। তিনি জোড়পুকুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।