গলাচিপা পৌরসভায় আ. লীগ জয়ী

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা। ছবি : এনটিভি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজি আবদুল ওয়াহাব মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবু তালেব মিয়া।

আবদুল ওয়াহাব মিয়া ভোট পেয়েছেন আট হাজার ৭২০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব মিয়া পেয়েছেন এক হাজার ৭৩০ ভোট।

এর আগে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন ছিলেন বিএনপির আবু তালেব মিয়া।

এদিকে আওয়ামী লীগের কার্যালয়ে আরেক সংবাদ সম্মেলনে দলটির মেয়র প্রার্থী ওহাব খলিফা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দেন। তিনি বলেন, বিএনপি প্রার্থীর ভোট বর্জন দুঃখজনক।

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট হয় গলাচিপা পৌরসভায়। জাল ভোটের মহড়া দেওয়াকে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।