সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, এসআই প্রত্যাহার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের তাড়াশ থানার প্রত্যাহার হওয়া এসআই অভিজিত কুমার রায়। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) অভিজিত কুমার রায়কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, উপপরিদর্শক অভিজিত রায়ের পাবলিক রিলেশন ভালো ছিল না। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ ছাড়া প্রশাসনিক জটিলতার কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে প্রত্যাহার হওয়া এসআই অভিজিত রায় ওই সব কথা অস্বীকার করে বলেন, ‘একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক আসামির বোনকে আটক করে থানায় আনার পর তাঁকে আবার বাড়িতে রেখে আসার জন্য চাপ দেন আমার ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এ নিয়ে তাঁর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ কারণেই আমার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’