স্কুলছাত্রীর ওপর এসিড হামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ২
প্রায় তিন বছর আগে নবম শ্রেণির এক ছাত্রীর ওপর এসিড হামলার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি হলেন আরিফুল ইসলাম (২৫)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুজন হলেন আলাল মিয়া (২৬) ও তাঁর ভাই দুলাল হোসেন (২৪)। তাঁদের সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এ ছাড়া মামলার অপর দুই আসামি রাসেল ওরফে সাদ্দাম (২৩) ও আরেফিনকে (২৪) খালাস দেওয়া হয়েছে।
এসিড-সন্ত্রাসের শিকার ওই ছাত্রীর নাম মাসুদা আক্তার মনি। সে সময় সে রংপুর সমাজকল্যাণ বিদ্যাবীথি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। মামলার বাদী তাঁর ভাই মাজেদুর রহমান সোহেল।
রায় ঘোষণার সময় বিচারক মঞ্জুরুল বাছিত বলেন, ‘এ ধরনের অপরাধ বহন করা রাষ্ট্র, সমাজ কিংবা কারো পক্ষেই সম্ভব নয়। আদালত এ ব্যাপারে মর্মাহত।’ রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল মালেক।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ১৩ আগস্ট রাত ১১টার দিকে মনি ঘর থেকে বের হলে দণ্ডপ্রাপ্তরা তাঁর শরীরে এসিড ছুড়ে মারে। এতে তার হাত, মুখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনার পর মনি পুরোপুরি অন্ধ হয়ে যায়। সে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি।
মামলা পরিচালনা ও মনির চিকিৎসায় সহযোগিতা করেছে এসিড সারভাইভার্স ফাউন্ডেশন।