কালবৈশাখীতে দিনাজপুরে নিহত ১, আহত ২০

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বিরল পৌর এলাকায় ঝড়ে একটি কারখানার টিনের ছাদ ভেঙে গেছে। ছবি : এনটিভি

দিনাজপুরের কয়েকটি উপজেলার ওপর দিয়ে গতকাল মঙ্গলবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চিরিরবন্দরের জয়পুর গ্রামে ঝড়ে ঘরের টিনের চালার ওপর গাছ ভেঙে পড়ে আল সাঈদী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

দিনাজপুর সদর, চিরিরবন্দর ও বিরল উপজেলায় ঝড়ে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসব উপজেলায় গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝড়ে পার্বতীপুর উপজেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। রেলস্টেশন এলাকার সাহেবপাড়া, বাবুপাড়ায় শতবর্ষী পাঁচ থেকে সাতটি কড়ইগাছসহ অসংখ্য গাছপালা উপড়ে গেছে। শহরের অসংখ্য দোকানপাটের টিনের চালা, সাইনবোর্ড, বিলবোর্ড উড়ে গেছে। বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় পার্বতীপুর শহরসহ গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।