ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ছবি : এনটিভি

আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় লাখ লাখ টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এক শ্রেণির অসাধু ঠিকাদার। বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম মুসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, গত চার মাস আগে সেন্টু নামের এক ঠিকাদার গ্রাহক প্রতি এক লাখ টাকা নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা জানান, অভিযানে সরকারপাড়ার প্রায় দেড় কিলোমিটার এলাকায় থাকা ২০০ আবাসিক গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত হয়। এরপর গ্যাস আইন ২০১০-এর ১০ ধারার ২ উপধারার 'ক'-এর আওতায় এসব অবৈধ সংযোগের পাইপ লাইন বন্ধ করে দেওয়া হয়।