যৌন নিপীড়নকারীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড়ে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টাকারীসহ সারা দেশে নারীদের ওপর যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি নারী সংগঠন। আজ বুধবার বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্কের সামনে ওই মানববন্ধন করা হয়।
সম্মিলিত নারী সমাজ, দুর্বার নেটওয়ার্ক পঞ্চগড়, আরডিআরএস বাংলাদেশ, পরস্পর, দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া ইসলাম, দুর্বার নেটওয়ার্কের আকতারুন্নাহার সাকী, আরডিআরএসএসের হাসিনা বেগম, প্রধান শিক্ষক উম্মে শাহিনাসহ বিভিন্ন নারী সংগঠন, এনজিওর কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা গত ৫ এপ্রিল বিকেলে জেলার সদর উপজেলার দর্জিপাড়া এলাকায় সাত বছরের শিশু ধর্ষণচেষ্টাকারী ও সারা দেশে নারীদের ওপর যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৫ এপ্রিল বিকেলে পঞ্চগড় শহরের দর্জিপাড়া এলাকার পয়জ উদ্দিন (৪৮) একই এলাকার সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পঞ্চগড় থানায় একটি মামলা করেন। গত ১৫ এপ্রিল পুলিশ পয়জ উদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।