সিরাজগঞ্জে ককটেলসহ জামায়াতের দুই নেতা আটকের দাবি

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আমিরসহ জামায়াতের দুই নেতাকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে ইছামতি গ্রামের একটি জামে মসজিদ থেকে দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জিহাদি বই ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন সদর উপজেলা জামায়াতের আমির ও ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামের মইদুল আলম (৭০) ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমিরজগৎগাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুস সালাম (৫৮)।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে জামায়াতের ১০/১২ নেতাকর্মী ইছামতি জামে মসজিদে প্রস্তুতিমূলক বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও উপজেলা দুই নেতাকে আটক করা হয়। দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।