গুলশান হামলা মামলা

হাসনাতের ১০ দিনের রিমান্ড চাইল পুলিশ

Looks like you've blocked notifications!
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। পুরোনো ছবি

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

ইউসুফ আলী বলেন, গুলশান হামলার মামলায় আজ হাসনাতের রিমান্ড চাওয়া হয়েছে। এ ছাড়া হামলার ঘটনায় কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।

ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে হামলার পর ২৯ জন নিহত হন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ হামলার ঘটনায় হাসনাত করিম ও তাহমিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ আবার হাসনাতের রিমান্ড চাইল পুলিশ।