কুষ্টিয়ায় নির্যাতনের শিকার স্কুলছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন লক্ষ্মীপুর গ্রামে নির্যাতনের শিকার সপ্তম শ্রেণির ছাত্র শুভর (১৩) মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের ছাত্র শুভ তার প্রতিবেশী আবদুর রাজ্জাকের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত—এমন অভিযোগে ২ আগস্ট রাত ৯টায় তাকে ধরে নিয়ে গিয়ে রাজ্জাকের বাড়িতে এলোপাতাড়ি মারধর করে আটকে রাখে। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশে সংবাদ দিলে স্থানীয় পশ্চিম আবদালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের মধ্যস্থতায় শুভকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এর পর আর্থিক অসচ্ছলতার কারণে স্কুলছাত্র শুভকে উন্নত চিকিৎসা দিতে না পারায় আজ রোববার ভোরে নিজ বাড়িতে মারা যায় সে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শুভ লক্ষ্মীপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে শুভকে হত্যা করেছে রাজ্জাক ও তার দোসররা।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতিবেশী আবদুর রাজ্জাকসহ পাঁচজনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।