জাতীয় শোক দিবস উপলক্ষে

সিরাজগঞ্জে সাংস্কৃতিককর্মীদের শোকর‌্যালি

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ রোববার সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোকর‌্যালি বের করা হয়। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোকর‌্যালি বের করা হয়।

আজ রোববার সকাল ১১টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে শোকর‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোকর‌্যালির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ. ম আখতার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সহসভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রবীণ নাট্যব্যক্তিত্ব আছির উদ্দিন মিলন, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক সূর্য বারী, স্বপ্ন দুয়ারের সভাপতি আব্দুস সালাম মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভোলা, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।

মানববন্ধনে সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।