নোয়াখালীতে গ্যাসের পাইপলাইন ফেটে ৪৫ দোকান ছাই

Looks like you've blocked notifications!
নোয়াখালীর চৌমুহনীতে গ্যাসের পাইপলাইন ফেটে ৪৫ দোকান পুড়ে গেছে। ছবি : এনটিভি

নোয়াখালীর চৌমুহনীতে শ্রীরাম হোটেলের গ্যাসের পাইপলাইন ফেটে সৃষ্ট আগুনে ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার ভোর ৪টার দিকে বাজারের ডিবি রোডে চৌমুহনী পৌরসভার কাউন্সিলর খোকন ঘোষের শ্রীরাম হোটেলের গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে  এ ঘটনা ঘটে।

এতে মূল্যবান মালামাল ও টাকাসহ ১৬ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। আগুন লাগার এক  ঘণ্টা পর চৌমুহনী, মাইজদী সোনাইমুড়ী, লক্ষ্মীপুর ও ফেনীর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নেভায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ইউনিটপ্রধান সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলি।’ তিনি জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনে স্যামসাং মোবাইলের তিনটি শোরুম, সোহাগ ইলেকট্রিক, নূরজাহান ইলেকট্রিক, শ্রীরাম হোটেল, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, মাছুমা হোটেল, মোস্তফা বেকারিসহ ৪৫টি দোকান সম্পূর্ণ ও আরো কয়েকটি দোকান আংশিক দোকান পুড়ে  যায়।