ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

Looks like you've blocked notifications!
ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুর করেন স্বজনরা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার শহরের নিউ ল্যাব এইড হাসপাতালের এ অভিযোগ করেন রোগীর স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার জের ধরে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। এরপর চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।

মৃতের স্বজনরা অভিযোগ করেন, আখাউড়া পৌর এলাকার আব্দু মাস্টার দুদিন আগে পড়ে গিয়ে হাতে ব্যথা পান। পরে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বি পি দাস অস্ত্রোপচারের কথা বলেন। তাঁকে অস্ত্রোপচারের জন্য অচেতন করা হয়। আর ঠিক এ সময়ই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

এই বিষয়ে হাসপাতালের পরিচালক মাহবুবুল বারী চৌধুরী মন্টু মোবাইল ফোনে বলেন, তাঁদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সঠিক নয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।