চাঁদাবাজির অভিযোগে দুই কলেজছাত্র আটক

Looks like you've blocked notifications!

খাগড়াছড়িতে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল  রোববার শহরের চেঙ্গী স্কোয়ার থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তির নাম মানিক দে (১৮) ও খালেদ মাহমুদ নাঈম (১৮)। উভয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। মানিক জেলা সদরের সিঙ্গিনালা এলাকার বাসিন্দা। নাঈম টিঅ্যান্ডটি গেইট এলাকার বাসিন্দা।

আটক দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী বাবুল নাগকে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে আসছে। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে কখনো মুঠোফোনে কখনো চিঠি দিয়ে চাঁদা দাবি করছিল। পরে মুঠোফোনের সূত্র ধরে তাদের আটক করা হয়। আটক দুই ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে।