চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
শাহাদাত হোসেন রাজু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আরিফ মিজি। ছবি : এনটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে শাহাদাত হোসেন রাজুকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আরিফ মিজি ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়ার রেজাউল করিমের ছেলে।

এজাহার থেকে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে আইটপাড়ার বিল্লাল হোসেন মিজির ছেলে শাহাদাত হোসেন রাজুকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে ২৪ আগস্ট ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলার তথ্য প্রমাণের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে আদালত আসামি আরিফ মিজিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাইয়্যেদুল ইসলাম বাবু বলেন, ‘বিজ্ঞ আদালত ৩০২ ও ৩৮০ ধারায় এ আদেশ দেন। আমরা এ রায়ে খুশি। আশা করি দ্রুত রায় কার্যকর করা হবে।’