পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত থেকে আসামির চম্পট

Looks like you've blocked notifications!

পুলিশের চোখ ফাঁকি দিয়ে শরীয়তপুর আদালত ভবন থেকে পালিয়ে গেছে মাদক মামলার এক আসামি। 

আজ বুধবার দুপুরে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে আসামি সামাদ মাদবর পালিয়ে যান। তিনি সদর উপজেলার দক্ষিণ শৌলা গ্রামের আফসার মাদবরের ছেলে।

আজ কারাগার থেকে সামাদকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই চম্পট দেন তিনি।

শরীয়তপুর আদালত পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, সামাদ মাদবর শরীয়তপুর সদরের পালং মডেল থানার একটি মাদক মামলা ও একটি মারামারি মামলার আসামি। গত ২১ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সামাদের আইনজীবী কামরুজ্জামান জামিনের জন্য আদালতে আবেদন করেন। আদালত পুলিশ তাঁকে বেলা ১১টার দিকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। দুপুর ১২টার দিকে সামাদ আদালত ভবন থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।

পরিদর্শক আরো জানান, আসামিকে পাহারা দেওয়ার জন্য কনস্টেবল সাজেদুল ইসলাম ও ফজলুর রহমান দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।