পুলিশ সুপারের হুঁশিয়ারি

মাদকাসক্তদের গ্রেপ্তার না করলে ওসিদের চেয়ার থাকবে না

Looks like you've blocked notifications!

মাদকাসক্ত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা দিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেছেন, ‘অন্যথায় থানার ওসিদের চেয়ার থাকবে না।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পৌর শহরে সন্ত্রাস, মাদক, ইভ টিজিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভায় এ নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। মাদক নিয়ন্ত্রণ পুলিশের একমাত্র কাজ না হলেও পুলিশের পক্ষেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। এ ক্ষেত্রে এলাকার জনগণ, সুশীল সমাজ, পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।’

পুলিশ সুপার বলেন, ‘অনেক অপরাধের উৎসই হচ্ছে মাদক। তাই মাদকাসক্ত, মাদক বিক্রেতা এবং মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।’

বিশেষ এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম সালাহউদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ মো. রইছ উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান, পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর আবদুস সামাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ মো. রইছ উদ্দিন জানান, খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও মাদকের বিস্তার পুলিশকে ভাবিয়ে তুলেছে। জেলা শহরের বেশ কজন মাদক ব্যবসায়ী জেলে আছে। কয়েকজন জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেছে বলে গোয়েন্দা তথ্য আছে পুলিশের কাছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান জানান, বৃহস্পতিবার সকালে থানার সিভিল টিম অভিযান চালিয়ে জেলা শহরের কুমিল্লা টিলার মাদক ব্যবসায়ী মো. বেলালকে (২০) আটক করছে। গত এক সপ্তাহে পাঁচ মামলায় ছয় মাদকাসক্ত ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।