মেঘনায় গুলিবিদ্ধ ২ জেলে, ‘অপহৃত ৬’

Looks like you've blocked notifications!

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা ছয় জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিতে দুই জেলেসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মনপুরা থানা পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মনপুরার মেঘনা নদীতে জেলেরা মাছ ধরছিল। এ সময় জলদস্যুদের একটি ট্রলার এসে মো. নেছার মাঝি ও আবুল বশার মাঝির ট্রলারে হামলা চালায়। ট্রলারে থাকা মো. নেছার,মো. ফারুক,মো. মেছু মিয়া,আবুল বশার,মো. জাহাঙ্গীর ও মো. জাফরকে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের ছোড়া গুলিতে মো. সালাউদ্দিন ও মনির গুলিবিদ্ধ হন। আহত হন আরো আটজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মনপুরা হাসপাতালে।

জলদস্যুরা অপহৃতদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি ৬০ হাজার টাকা করে দাবি করেছে বলে আহত মাঝিরা জানিয়েছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।’